এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক

এবারেরর এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো শুরু হচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর থেকে।

আজ বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, থানাগুলোতে প্রশ্নপত্র ছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অনেক থানায় হামলা ও অগ্নসংযোগ হয়। এতে প্রশ্নপত্র নষ্ট হয়ে যায়। তাই নতুন করে আবার প্রশ্নপত্র ও রুটিন তৈরি করতে হয়েছে। বন্যার কারণে সিলেট বিভাগে কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত ছিল। সেগুলো নতুন করে নেওয়ার পরিকল্পনা হয়েছে।

গত ৩০ জুন সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে গত ১৮, ২১, ২৩ ও ২৫, ২৮ জুলাই ও ১ ও ৪ আগস্টের পরীক্ষা স্থগিত করা হয়। সবশেষে ১১ আগস্ট থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে তা-ও স্থগিত করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।