চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৬ বছরের বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইউসুফ আলী (৬৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। থানায় মামলা দায়ের। 

বুধবার (১৪ আগস্ট) রাতে শিবগঞ্জ থানায় ধর্ষণের শিকার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  

অভিযুক্ত ইউসুফ আলী শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামের মৃত মোরশেদ আলী ছেলে। অভিযুক্ত ইউসুফ আলী'র সম্পর্কে ভাতিজি হন। 

তার আগে, গত বুধবার (১৪ অক্টোবর) সকাল ৮ টার দিকে একই গ্রামের সরকারপাড়া গ্রামে বাক শারীরিক প্রতিবন্ধী'র নিজ আম বাগানে ধর্ষণের শিকার হন শিশুটি।

শিশুটির মা জানান, তার বাক প্রতিবন্ধী মেয়ে কথা বলতে পারে না। কিছু খেতে চাইলে ইশারাই বলে। তার মা বলেন সকালে বাড়ি থেকে বের হয়ে আম বাগানে খেলাধুলা করছিলেন। এ সুযোগে শিশুটি কে চানাচুর বিস্কুটের লোভ দেখিয়ে বাগানে নিয়ে ধর্ষণ করে। তার মা সুষ্ঠু বিচার চেয়েছেন।

শিশুটির মা আরও বলেন, ধর্ষণে অভিযুক্ত আসামি ইউসুফ আলী প্রায় তার মেয়ে কে বিস্কুট চানাচুর কিনে দিতেন। এ সুযোগ পেয়ে তার মেয়ে কে ধর্ষণ করা হয়েছে।

স্থানীয় ইউপি মেম্বার সাদ্দাম হোসেন জানান, গত বুধবার সকালে ওই মেয়েটির বিষয়ে গ্রামবাসী তাকে মুঠোফোনে জানিয়েছিলেন। যেহেতু এটি একটি আইনি বিষয় তাই তিনি থানায় যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বলে জানান তিনি।

এ ঘটনাটির বিষয়ে শিবগঞ্জ থানার তদন্ত (ওসি) সুকুমার দেবনাথ জানান, বুধবার রাতে বাক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে নিয়ে তার মা থানায় লিখিত অভিযোগ দেন। এবং নারী নির্যাতন ও দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।