চাঁপাইনবাবগঞ্জে ১০ বছর আগে গুম হওয়া ছেলেকে ফেরত চায় পরিবার
শিবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ১০ বছর আগে আইন শৃংখলা বাহিনীর পরিচয়ে গুম করা বিএনপি কর্মী মফিজ উদ্দিন মফিকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছে বৃদ্ধা মা ও স্ত্রী-সন্তানসহ এলাকাবাসী।
আজ শনিবার (১৭ আগস্ট) সকালে সোনামসজিদ স্থলবন্দর জিরোপয়েন্ট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননর ব্যানারে মানববন্ধন কর্মসূচি চলাকালে এই দাবি জানান তারা। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, গুম হওয়া মফিজের মা হাবিবা বেগম, স্ত্রী লাইলী বেগম, ছেলে শাহীন আলম, এলাকাবাসীর পক্ষে নবীন, রেজাউল করিম, হামিদুর মেম্বার।
পরিবারের অভিযোগ, গত ১০ বছর আগে শিবগঞ্জ সোনামসজিদ এলাকা থেকে মফিজ উদ্দিন মফি সহ ৪ জনকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় র্যাবের লোকজন। পরে ৪ জনকে ফেরত দেয়া হলেও মফিকে র্যাব ফেরত দেয়নি। সেই সময় আদালতে মামলা করতে গেলে মফির ভাইকে র্যাব হুমকী দিয়ে দেশ ছাড়তে বলেন। এরপর তার ভাই ভয়ে ভারতে পালিয়ে যায়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মফি নিখোঁজের একটি জিডি করে মফির পরিবার। এলাকাবাসী মফিকে জীবিত অথবা তার লাশ ফেরত দেয়ার দাবি জানান।