চাঁপাইনবাবগঞ্জে পদত্যাগের দাবিতে বিএনপি-জামায়াতের বিক্ষোভ সমাবেশ

নাচোল প্রতিনিধি

আওয়ামীলীগ সরকারের আমলে ভোটার বিহীন নির্বাচনে নির্বাচিত জনপ্রতিনিধিদের পদত্যাগের দাবীর অংশ হিসেবে চাঁপাই নবাবগঞ্জের নাচোলে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও পৌর মেয়রের পদত্যাগের দাবিতে বিক্ষুব্ধ বিএনপি-জামায়াত ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপজেলা পরিষদ ক্যাম্পাসের বাইরে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ রবিবার সকাল ১০টায় জামায়াত-বিএনপির একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসারের সাথে তাদের দাবি পেশ করেন। অবস্থান কর্মসূচি শেষে জামায়াত-বিএনপি ও ছাত্র- জনতা নাচোল বাসস্ট্যান্ডে পৌর বিএনপির সাবেক সেক্রেটারী দুরুল হোদার সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। 

সভায় বক্তব্য রাখেন, যুবদলের সভাপতি আশিক মাহমুদ ও সেক্রেটারী আজিম উদ্দিন, সাবেক যুবদল সভাপতি দেলোয়ার হোসেন ডালিম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হামিদুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর কামাল, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোক্তারুল ইসলাম, জামায়াতে ইসলামীর পৌর আমীর মনিরুল ইসলাম ও নায়েবে আামীর রফিকুল ইসলাম, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রটারী মাওলানা মোবারক হোসেন প্রমুখ। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।