সারওয়ার জাহান সুমন
চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রবিবার (১৮ আগস্ট) সকালে পৌর কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, শান্তির শহর রহনপুর কে শান্ত রাখতে ভূমিকা রাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীগণ ধন্যবাদ পাবার যোগ্য। আমি তাদের ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন পৌরসভার কাজ একদিনের জন্যও বন্ধ ছিলনা স্বাভাবিক গতিতেই কাজ চলছে। সে সাথে তিনি রহনপুর পৌরসভার সার্বিক উন্নয়নে সাংবাদিক সহ সকলকে পাশে থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। উল্লেখ্য, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন বিগত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে মেয়র নির্বাচিত হয়। কয়েক দিন তিনি বাড়িতে অফিস করলেও আজ থেকে পৌর ভবনে এসে অফিস করছেন।