রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাবের হাতে ৪৫ কেজি গাঁজা উদ্ধার, আটক-১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে পিক-আপের ৪৫ কেজি গাঁজা বহনের সময় সুমন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ রবিবার (১৮ আগষ্ট) বিকেল গোদাগাড়ীর বুজরুক রাজারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটকৃত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পশ্চিম চন্দ্রীপুর (পুরানপুর) গ্রামের রুহুল আমিনের ছেলে।

র‌্যাব সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, একটি পিকআপ ভ্যানে করে অভিনব কায়দায় মাদক গাঁজা বহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোদাগাড়ীতে বুজরুক রাজারামপুর এলাকায় অভিযানে ৪৫ কেজি ১০০ গ্রাম গাঁজা, মাদক বহনকারী ১টি পিকআপ সহ সুমন আলীকে গ্রেপ্তার করা হয়।

উক্ত ঘটনায় রাজশাহীর গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।