নওগাঁ প্রতিনিধি
মান্দায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-ছাত্রীসহ সকল শহীদদের স্মরণে দোয়া এবং আহতদের সুস্থতা কামনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ আগষ্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউপির উত্তর পরানপুর গ্রামের সোহেলের বাড়ির উঠানে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আয়েজ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে।
আরোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু।
এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা যুব দরের আহ্বায়ক নুরুল ইসলাম,সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল,যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক,ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, দেলোয়ার হোসেন, মাষ্টার এনামুল হক, ছাত্রনেতা জাহিদ হোসেন প্রমুখ।
শেষে আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।