চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৯ আগষ্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে  জেলা শহরের পাঠান পাড়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, জেলা কৃষকদলের আহ্বয়াক তসিকুল ইসলাম তসি, বিএনপি নেতা শামসুল হক, নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মিজু, সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল ও সাংগঠনিক সম্পাদক সামিউল হক পলাশ, সহ সাংগঠনিক শাহীন আকতার ও শহীদুল ইসলাম (ওদুদ) পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল হক আজিজ ও সদস্য সচিব মামুনুর রশিদসহ অন্যরা।

আলোচনা সভা শেষ ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিরা। তার আগে শহরের একটি র‌্যালি বের করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।