পদত্যাগ করলেন কলেজের অধ্যক্ষ জলিল ও প্রধান শিক্ষক রোকসানা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চাঁপাইনবাবগঞ্জের নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল ও গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমদ তাদের পদ থেকে পদত্যাগ করেছেন।

বুধবার (২১ আগষ্ট) অধ্যক্ষ আব্দুল জলিল তার পদ থেকে পদত্যাগ করেন। যা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ।  

অন্যদিকে শিক্ষার্থীদের দাবির মুখে গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা।

এর আগে সকাল ১১টায় গ্রিনভিউ স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে প্রধান শিক্ষক রোকসানা আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। পরে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রোকসানা আহমদের পদত্যাগ দাবি করতে থাকেন। এ সময় অবস্থানলত শিক্ষার্থীদের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা তাদের আশ^স্ত করলে তারা আন্দোলন তুলে নেন।

এদিকে নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল ও তার আপন ভাই উপাধ্যক্ষ শরিফুল আলম এর ২৩ টি দূর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে ধরে মঙ্গলকার থেকে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা তাদের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।