নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দায় পরানপুর ইউপির চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সকালে পরানপুর ইউনিয়ন পরিষদের অফিস কক্ষে তিনি ত্যাগ করেন। পরে গ্রাম পুলিশের সহায়তায় পদত্যাগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)অফিস বরাবর পৌঁছে দেয়।
ইউপি চেয়ারম্যানের পদত্যাগের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নওগাঁ জেলার সমন্বয়কদের উপস্থিতি দেখে স্থানীয় শতশত আমজনতা, ছাত্র, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরিষদ চত্বরে জামায়েত হয়। এসময় উপস্থিত জনতা পদত্যাগের জন্য শ্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা ও সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছেন। পরে চেয়ারম্যানকে নিরাপত্তা দিয়ে ইউএনও অফিসে নিয়ে আসেন।
এসময় ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল বলেন, অনিয়ম দূর্নীতির কথা বলে তারা জোর করে পদত্যাগ করে নেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা আঞ্জুমান বানু বলেন,চেয়ারম্যান সাহেবের পদত্যাগ পত্র পেয়েছি।নিয়মানুযায়ী পদত্যাগ পত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে।