চাঁপাইনবাবগঞ্জে ছাত্র- আন্দোলন নেতাদের সাথে আমচাষীদের মতবিনিময় সভা অনিষ্ঠিত

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর সাথে আম চাষীদের মতবিনিময় সভা অনিষ্ঠিত হয়েছে।

গতকাল (২২ আগষ্ট) বৃহস্পতিবার রাতে ম্যাংগো ফাউন্ডেশনের আয়োজনে শিবগঞ্জ প্রেসক্লাবে আমচাষী ও গণমাধ্যমকর্মী আহসান হাবিবের সভাপত্বিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ছাত্র আন্দোলনের নেতা আল বাশরী সোহান, ফয়েজ আহমেদ তনয়, আমচাষী আতিকুর রহমান মিলন, সামসুজ্জামান,আব্দুল আওয়াল, নাদিম হোসেন, সোহান শাহরিয়ার, এনামুল হক স্বপনী প্রমূখ ।  

সারা দেশে আম বাজার ও আড়তে আমের নায্য ওজন একই করাসহ আমচাষীদের বিভিন্ন্  সমস্যা ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দে কাছে তুলে ধরা হয় এবং সমাধানে একসাথে কজে করার আশ্বাস  দেন ছত্র আন্দোলনের নেতারা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।