চাঁপাইনবাবগঞ্জে ৪৮ বোতল বিদেশীসহ আটক-২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ৪৮ বোতল বিদেশীসহ আটক-২ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী মদ পাচারকালে দুই জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৩ আগস্ট) বিকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্র নারায়নপুর এলাকায় অভিযান পরিচালনা ৪৮ বোতল বিদেশী মদসহ আটক করা হয়।

আটককৃত আসামি হচ্ছে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বকরিপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে জিয়ারুল ইসলাম (৩২), একই ইউনিয়নের বাগডাঙ্গা জোগানদারপাড়া এলাকার মৃত মনতাজ আলীর ছেলে কামরুল ইসলাম (৪৫)।

প্রেস বিজ্ঞপ্তীতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার বিকালে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারায়নপুর গ্রামের একটি মসজিদের সামনে ইজিবাইকের গতিবিধি সন্দেহজনক হওয়ায় ইজিবাইকের গতির প্রতিবন্ধকতা সৃষ্টি করে থামানো হয়। পরবর্তীতে এলাকার নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে ইজিবাইক তল্লাশি করে ৪৮ বোতল বিদেশী মদ উদ্ধারসহ জিয়ারুল ও কামরুলকে হাতেনাতে আটক করা হয়। আটক করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত ইজি বাইক।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করা হয়েছে বলে জানায়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।