শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য আবদুল কাদিরের বাবা আর নেই

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার শিবগঞ্জ প্রতিনিধি আবদুল কাদিরের পিতা পল্লী চিকিৎসক ও গণশিক্ষার টিচার আফজাল হোসেন বার্ধক্যজনিত কারণে রোববার সকাল পৌণে ৮টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বিকাল ৩টায় কানসাট ইউনিয়নের পাবর্তীপুর (বড়বাগিচা) আমবাগানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পাবর্তীপুর কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজায় অংশ নেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ড. কেরামত আলী, কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেফাউল মূলক, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ শিবগঞ্জের তিন প্রেসক্লাবের সদস্যরা। এছাড়া শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক কামাল হোসেন মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।