মোহনপুরে জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা

রাজশাহী প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান্দ ঐক্য পরিষদ রাজশাহীর মোহনপুর উপজেলা শাখার আয়োজনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২৬ আগস্ট) সকাল ১১ টায় মোহনপুর ডাক বাংলো চত্বর হতে শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বাংলোতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রনোজিত কুমার রতন এর সভাপতিত্ব এ সময়

উপস্থিত ছিলেন রাজশাহী  জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি দিলিপ কুমার সরকার তপন, মোহনপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুব অর রশিদ, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন (বকুল), সদস্য সচিব বাচ্চু রহমান 

 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐকে পরিষদের সভাপতি কমল সরকার, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার, যুগ্ন সম্পাদক প্রতাপ প্রামানিকসহ

উপজেলার বিভিন্ন মন্দিরের সভাপতি সম্পাদক এবং ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।