চাঁপাইনবাবগঞ্জে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আলাউদ্দিন হোটেলের সামনে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।
 
গতকাল (২৮ আগষ্ট) রাত ১০টায় জেলা শহরের উদয়ন মোড়ে অভিযান এসব মাদক উদ্ধার করে।  

বুধবার সকালে র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে  জানায়, রাজশাহী র‌্যাব-৫ সিপিসি-১ চাঁপাই নবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শহরের উদয়ন মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

উক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত চাঁপাই নবাবগঞ্জ সদর মডেল থানায় জিডি মূলে হস্তান্ত করা হয়েছে বলে জানান। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।