চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র ও মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন, ১জনের ১৭ বছর কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পৃথক তিনটি অস্ত্র ও মাদক মামালায় বুধবার (২৮ আগষ্ট) দুপুরে ২ জনকে যাবজ্জীবন, ১ জনকে ১৭ বছর কারাদন্ড দিয়েছে আদালত। এর মধ্যে দেলোয়ার হোসেন ওরফে পিয়াস (২৪) নামে একজনকে বিক্রির জন্য একশত গ্রাম হেরোইন রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে  ৬ মাসের কারাদন্ড দিয়েছেন সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী। সে জেলার শিবগঞ্জের শ্যামপুর ইউনিয়নের শরৎনগর মিয়াপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। আসামীর উপস্থিতিতে আদেশ দেয়া হয়। পিপি নাজমুল আজম বলেন, ২০২১ সালের ১২ মার্চ চাঁপাইনবাবগঞ্জে ৫৩’বিজিবি ব্যাটালিয়নের অভিযানে সদর উপজেলার আলিমনগর ঘাট থেকে গ্রেপ্তার হয় পিয়াস। এ ঘটনায় পরদিন সদর থানায় মামলা করে বিজিবির নায়েব সুবেদার আবুল কাসেম। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার  তৎকালীন এসআই অমিত কুমার পান্ডে ২০২১ সালের ১৮ মে চার্জশীট দাখিল করেন। এ মামলার অপর আসামী হামিম বেকসুর খালাস পান। 

এছাড়া  মজিবুর রহমান(৩৭) নামে একজনকে বেআইনি ৩টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শুট্যারগান, ৩টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার দায়ে অস্ত্র আইনে দায়ের একটি মামলায় যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে স্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক মো; রবিউল ইসলাম। একই মামলার অপর ধারায় তাকে ৭ বছর কারাদন্ড দেয়া হয়। বিচারক রায়ে উল্লেখ করেন দুটি দন্ড একত্রে চলবে। মজিবুর শিবগঞ্জের কয়লাবাড়ি এলাকার ফজলুর রহমানের ছেলে। অতিরিক্ত পিপি রবিউল ইসলাম রবু বলেন, ২০১৯ সালের ১৬ সেপ্টেম্বর শিবগঞ্জের চাকপাড়া এলাকায় চাঁপ্ইানবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে গ্রেপ্তার হন মজিবুর। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাবের তৎকালীন এসআই নাজিম উদ্দিন। মামলার তদন্ত কর্মকর্তা ও র‌্যাবের তৎকালীন এসআই তোফাজ্জল হোসেন ৬ নভেম্বর চার্জশীট দাখিল করেন। রায় ঘোষণাকালে আসামী উপস্থিত ছিলেন। এ মামলার অপর আসামী শাহজাহান আলী বেকসুর খালাস পান।

এদিকে নাইম আলী(২৩) নামে এক যুবককে অবৈধ ১টি বিদেশী পিস্তল, ১টি ওয়ান শ্যুটারগান, ৬ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন বিক্রির জন্য হেফাজতে রাখার দায়ে অস্ত্র আইনে দায়ের একটি মামলায় ১৭ বছর কারাদন্ড দিয়েছেন স্পেশাল ট্রাবুণাল-১ এর বিচারক মোহা আদীব আলী। ্ও মধ্যে মামলার একটি ধারায় ১০ বছর ও অপর ধারায় ৭ বছর কারাদন্ড দেয়া হয়। রায়ে আদালত উল্লেখ করেন, দুই দন্ড পর্যায়ক্রমে কার্যকর হবে। নাইম শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের গুপ্তমানিক গ্রামের রবিউল ইসলামের ছেলে। পিপি নাজমুল আজম বলেন,২০২০ সালের ২৬ আগষ্ট মিবগঞ্জের শাহাবাজপুর ইউনিয়নের জামতলা ব্রীজ এলাকায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে গ্রেপ্তার হন নাইম। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় মামলা করেন র‌্যাবের তৎকালীন নায়েব সুবেদার আবু তালেব। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার তৎকালীর এসআই নুরুল ইসলাম ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর  চার্জশীট দাখিল করেন। রায় ঘোণাকালে আসামী অনুপস্থিত (পলতক) ছিলেন। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।