শিবগঞ্জে স্কুলছাত্র করিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আবদুল করিম (১৬) নামে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদিনা ফজলুল হক সরকারি কলেজ ও এলাকাবাসীর ব্যানারে উপজেলার মনাকষা ঈদগাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত স্কুল শিক্ষার্থীর বাবা আবদুস সাত্তার, বড় ভাই শহিদুল ইসলাম, মা কারিমা বেগম ও রিপন আলীসহ অন্যরা। বক্তারা- হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে আবদুল করিমের সহপাঠি ও এলাকাবাসীসহ শতাধিক মানুষ অংশ নেয়। উল্লেখ্য, গত ২৬ আগস্ট রাতে পূর্ব শত্রুতার জেরে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আবদুস সাত্তারের ছেলে ও হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নবম শ্রেণির ছাত্র আবদুল করিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।