চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনববাগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র‌্যাব।


আজ বৃহস্পতিবার (২৯ আগষ্ট) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের চন্ডীপুর হাউসনগর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে। 

র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে জেলা শহরের দিকে প্রবেশ করবে। এমতাবস্থায় মাদক কারবারী মাদক বহনের সময় র‌্যাবের উপস্থিতি টের পেলে তাদের হেফাজতে থাকা মাদক ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আমবাগানের ভিতরে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। 

উক্ত ঘটনায় উদ্ধারকৃত আলামত চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।