মান্দায় নিহত রাসেলের মাগফেরাত কামনা ও অর্থিক সহায়তা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিহত রাসেলের পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষে থেকে দ্বিতীয় বারের মতো অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। একই সাথে নিহত রাসেলের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। নিহত রাসেল (১৯) কসব ইউপির ভোলাগাড়ী এলাকার পিন্টু র ছেলে।

শুক্রবার বিকালে (৩০ আগষ্ট) উপজেলার কসব-ভোলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামাতে ইসলামীর পক্ষে থেকে বিশেষ মোনাজাত শেষে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

জানাগেছে, জামাতে ইসলামীর পক্ষ থেকে নিহত রাসেলের পরিবারকে গত (১২ আগষ্ট) ১ লক্ষ টাকা প্রদান করা হয়েছিল।তার ধারাবাহিকতায় আবারো দ্বিতীয় বারের মতো এই পরিবারকে আরো ১ লক্ষ টাকা প্রদান করেছেন জামাতে ইসলামীর নেতারা।

উল্লেখ্য, নিহত রাসেল গত (১৯ জুলাই) ঢাকার নারায়ণগঞ্জের ডিআইটি রোডে দেহভোগ মার্কেটর ২নং গেটের সামনে পুলিশের গুলিতে গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি ছিলেন।পরে চিকিৎসাধীন অবস্থায় (২২ জুলাই) তিনি মারা যান।

এরপর জামায়াতে ইসলামী অনুষ্ঠানিকতার মধ্যদিয়ে এই পরিবারকে দ্বিতীয়বারের মতো শুক্রবার অর্থিক সহায়তা প্রদান করেছেন। 

কসব ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি আতাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জামায়াতে ইসলামীর আমির খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, নওগাঁ জেলা পূর্ব যুব বিভাগের সভাপতি শিহাব উদ্দীন, মান্দা থানার আমির ডাঃ আমিনুল ইসলাম, থানা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহ সেক্রেটারী রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক সুপার আব্দুর রকিব,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাকিব চৌধুরী, কসব ইউনিয়ন ইউনিয়ন সেক্রেটারী মাষ্টার আনোয়ার হোসেন, মাওলানা মেহের আলী ও মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।