চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন

নাচোল প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ নাচোল পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩১আগস্ট) সকাল সাড়ে ৭টায় নাচোল পৌর শাখার উদ্যোগে বেগম মহসিন ফাজিল মাদ্রাসা মিলনায়তনে পৌর আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা জামায়াতে ইসলামীর আমির আবুজার গিফারি ও জেলা সহকারী সেক্রেটারী অধ্যাপক ইয়াহ্ইয়া খালেদ অন্যান্যের মাঝে বক্তব্য দেন, নাচোল উপজেলা সাবেক চেয়ারম্যান ও জামায়াতে ইসলামী সাবেক নায়েবে আমির এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, পৌর নায়েবে আমির ডাক্তার রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন, পৌরসভা ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীরা। বক্তারা সাধারণ সভায় সমৃদ্ধ ও ইনসাফপূর্ণ বাংলাদেশ  গঠনে সার্বিক আলোচনা করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।