মান্দায় নিহতের পরিবারকে জামায়াতে ইসলামী অর্থিক সহায়তা

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শহীদ রমজান আলীর পরিবারকে অর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

সম্প্রতি মান্দা উপজেলার পরানপুর ইউপির সোনাপুর গ্রামে আ.লীগ নেতার মারপিটে রমজান আলী নামে এক বিএনপির কর্মী নিহত হয়েছেন।

এই শহীদ পরিবারকে রবিবার বিকালে উপজেলার পরানপুর ইউপির সোনাপুর মোড়ে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে জামায়াতে ইসলামীর পক্ষে থেকে দ্বিতীয় বারের মতো অর্থিক সহায়তা হিসাবে নগদ ১লক্ষ টাকা প্রদান করা হয়েছে।এর আগেও এই পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নগদ ১লক্ষ টাকা অর্থিক সহায়তা করা হয়। পরে অনুষ্ঠানে নিহত রমজান আলীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।  

পরানপুর ইউপির সাবেক চেয়ারম্যান ইলিয়াস খানের সঞ্চালনায় এবং আমীর মাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার ওলামা বিভাগের সম্পাদক  মাওলানা মোস্তফা আল আমিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মান্দা থানা আমির আমিনুল ইসলাম,  থানা সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহ সেক্রেটারী রফিকুল ইসলাম, সাংগাঠনিক সম্পাদক সুপার আব্দুর রকিব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাকিব চৌধুরী, মান্দা সদর ইউপি চেয়ারম্যান ডাঃ তোফাজ্জল হোসেন সহ থানা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।