শিবগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা-দোয়া মাহফিল

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বন্যায় ক্ষতিগ্রস্থ ও ছাত্র আন্দোলনে নিহতের জন্য দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে উপজেলার কানসাট ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাজাহান মিঞা। কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুম রানা টমাস মাষ্টারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী ও শিবগঞ্জ পৌর যুবদলের সাবেক সভাপতি আবুল বাসারসহ অন্যরা। স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে বন্যায় ক্ষতিগ্রস্থ ও ছাত্র আন্দোলনে নিহতের জন্য বিশেষ দোয়া করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।