চাঁপাইনবাবগঞ্জের শিবতলায় পথচারী নিহত, আটক-১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সবিনয় রায় (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার (ওসি) এসএম জাকারিয়া।

নিহত সবিনয় রায় পৌরসভার মালোপাড়ার মৃত অচিন্ত রায়ের ছেলে।

স্থানীয় সূত্র বলছেন পৌরসভার শিবতলা এলাকায় সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল নিহত সবিনয় রায়কে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া জানান, এ ঘটনায় মোটরসাইকেলের চালক জোবায়েরকে আটক করা হয়েছে। আটককৃত সদর উপজেলার ফিল্ডেরহাটের হাসান আলীর ছেলে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।