প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ হলেন এস এম খাইরুল ইসলাম

নিউজ ডেস্ক

প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন এস এম খাইরুল ইসলাম। তাকে এ পদে নিয়োগ দিয়ে বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, এস এম খাইরুল ইসলামকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে যুগ্মসচিব পদমর্যাদায় প্রধান উপদেষ্টার একান্ত সচিব-২ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও এতে উল্লেখ করা হয়।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।