চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে মামুন (৩২) নামে একজন ডুবে মৃত্যু হয়েছে। শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে দিকে ভোলাহাট উপজেলার যাদুনগর এলাকার মহানন্দা নদীতে ডুবে তার মৃত্যু হয়। মারা যাওয়া মামুন ওই গ্রামের সান্টুর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইকবাল পাশা ও উপজেলা ফায়ার সার্ভিসের লিডার ফরিদ উদ্দিন জানায় নিহত মামুন জন মৃগি রোগী ছিলেন। দুপুরে বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যান তিনি। এ খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎক মামুনকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি।