চ্যারিটি ব্লাড ইউনিটের আলোচনা সভা অনুষ্ঠিত

মারুফ হোসেন

 চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন চ্যারিটি ব্লাড ইউনিটের আলোচনা সভা ও ভোজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের দ্বিতীয় মহানন্দা সেতুর নিচে চ্যারিটি ব্লাড ইউনিটের আলোচনা সভা ও ভোজ অনুষ্ঠিত হয়।

চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা মোঃ ওয়ালীদ হাসান মাইনুল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা ডাঃ মোঃ আব্দুস সামাদ, মোঃ মনিরুল ইসলাম, মোঃ জমশেদ আলী, মোঃ আব্দুল জব্বার, মোঃ সামিউল ইসলাম, আব্দুল ওয়াহেদ প্রমূখ।

বক্তারা বলেন চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকটি সংগঠন রয়েছে তার মধ্যে চ্যারিটি ব্লাড ইউনিট অন্যতম। সংগঠন টি শুরু হতেই বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বক্তরা সংগঠনটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন। সকলে মিলে মিশে সমন্বয় করে কাজ করার আহবান জানান বক্তারা।

মোঃ ওয়ালিদ হাসান মাইনুন বলেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি তবে সংগঠনটি ব্লাড নিয়েই বেশি কাজ করে থাকি।


আলোচনা সভায় সদর উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ২০২৩ শিক্ষা বর্ষে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হওয়ায় চ্যারিটি ব্লাড ইউনিটের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয় চ্যারিটি ব্লাড ইউনিটের উপদেষ্টা ওয়ালিদ হাসান মাইনুল কে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।