চাঁপাইনবাবগঞ্জে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

মারুফ হোসেন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিপুরে এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।যদি হয় রক্তদাতা, জয় করবো মানবতা এই স্লোগানে তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিট এর অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর ) সকাল ৯:০০ টায় হরিপুর ঢাবপাড়ায় শুরু হওয়া এই ক্যাম্পেইন চলে বিকেল ৫টা পর্যন্ত। এ সময়ে সংগঠনটি (৩২০) জনের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করে । গ্রুপিং ক্যাম্পেইনের মাধ্যমে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহ প্রদানে নানা কর্মসূচি পালন করে সংগঠনটি ।

ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনে রক্তের গ্রুপ জানতে আসা হাসান জানান, এটি মহৎ উদ্যোগ। আমিও রক্ত দানে ইচ্ছুক। এ জন্য রক্তের গ্রুপ নির্ণয় করে রাখছি।


এ ব্যাপারে সংগঠনের সভাপতি মোঃ ইসরাফিল খাঁন পান্না বলেন , মুমূর্ষু রোগীর জন্য রক্তের প্রয়োজন হলে রক্তের গ্রুপ নির্ণয়ে সময় ক্ষেপণ হয়। রক্তের গ্রুপ জানা থাকলে রোগীকে জরুরিভাবে রক্ত দিয়ে জীবন বাঁচানো সম্ভব। তাই এসব চিন্তা থেকেই ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করা। তিনি আরো বলেন , অনেক মানুষ আছে এখনো রক্তের গ্রুপ জানে না মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিট । এরই ধারাবাহিকতায় আজকের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। ভবিষ্যতে এ সংগঠনের কাজ অব্যাহত থাকবে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।