চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটির ধাক্কায় নিহত-১

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটির ধাক্কায় কাইয়ুম আলী (৬০) নামের এক সাইকেল চালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত জিবুর আলীর ছেলে।

গতকাল দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা-শাহাপাড়া আঞ্চলিক সড়কের রানীনগর হঠাৎ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) সুকোমল চন্দ্র দেব নাথ জানান, মনাকষা-শাহাপাড়ার রানীনগর হঠাৎ পাড়া এলাকায় দিয়ে নিহত কাইয়ুম আলী বাই সাইকেলে করে পুরাতন জিনিসপত্র ক্রয়-বিক্রয় করছিল। সেখানে ভটভটির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।