বিভাগীয় ও জেলা সফরে সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

নিউজ ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফরে নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। গত রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশনস শাখার অ্যাডিশনাল ডিআইজি নাসিয়ান ওয়াজেদের সই করা এক অতি জরুরি নির্দেশে এ তথ্য জানা গেছে।

মুন্সিগঞ্জে আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে সমন্বয়কদের মতবিনিময়মুন্সিগঞ্জে আন্দোলনে হতাহতদের পরিবারের সঙ্গে সমন্বয়কদের মতবিনিময়
এতে বলা হয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা বিভাগীয় ও জেলা পর্যায়ে সফর করবেন বলে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নির্দেশে আরও বলা হয়, এ অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের সফর উপলক্ষ্যে নিজ নিজ অধিক্ষেত্রে জেলা প্রশাসক ও স্থানীয় সমন্বয়কদের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।