চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাকা ধান ক্ষেতে রাসেল ভাইপার

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গমেরচর এলাকার একটি ধানের ক্ষেত থেকে নয়টি রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে। পরে সাপগুলো লাঠি দিয়ে পিটিয়ে হত্যার পর সেখানেই পুঁতে ফেলে কৃষকরা।

আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের গমেরচর এলাকার ইব্রাহিম হোসেনের ধানের জমিতে দেখা মেলে।

স্থীনীয় এক কৃষক জানান, শ্রমিকরা কেটে রাখা ধানের আঁটিগুলো আনতে গিয়ে সাপগুলো দেখতে পায়। পরে শ্রমিকরা সবগুলো সাপ মেরে ওখানেই পুঁতে ফেলেন। জানান প্রথমে একটি রাসেল ভাইপার সাপ দেখতে পান। তাৎক্ষণিকভাবে লাঠি দিয়ে মারতে থাকেন এ সময় আরও আটটি সাপ বের হয়ে আসে। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা এবং আশেপাশে থাকা শ্রমিকরা ঘটনাস্থলে এসে সবগুলো সাপ মেরে ফেলেন।

অপর প্রত্যক্ষদর্শীরা জানান, পরপর নয়টি সাপ ধানের জমিতে দেখার পর শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের চিৎকারে আশেপাশের ধানের জমি থেকে শ্রমিকরা এসে লাঠি দিয়ে সবকয়টি সাপ মেরে ফেলেন তারা। পরে নয়টি সাপকেই ঘটনাস্থলে মাটি খুঁড়ে পুঁতে ফেলা হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক জানান, পদ্মা নদীর ধারে গমেরচর এলাকায় তিনি নয়টি সাপ মারার খবর পেয়েছেন। তবে সাপগুলো কোনো প্রজাতির তা জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।