গোমস্তাপুরে বৈষম্য বিরোধী ছাত্র ও রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় সভা

সারওয়ার জাহান সুমন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দেশের বর্তমান প্রেক্ষাপটে করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকেলে উপজেলা সম্মেলন কক্ষে স্থানীয়  স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিদের সাথে আয়োজিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা সভাপতিত্ব করেন।

বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা চৌধুরী জোবায়ের আহমেদ স্থানীয়  বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু,  তারিক আহমদ, জামায়াতে নেতা শাহ আলম, ড. মিজানুর রহমান, বিএনপি নেতা এনায়েত করিম তোকি, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, আলিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, ছাত্র প্রতিনিধির পক্ষে মোস্তাকিন, হিজবুল্লা, মমিন, রিদয়, শুভ, সাগর, নাজিম, প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান গন ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।