সংস্কার শুধু আমাদের ওপর ছেড়ে দিয়েন না: ড. ইউনূস

নিউজ ডেস্ক

সংস্কারের দায়িত্ব শুধু সরকারের ওপর ছেড়ে না দিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সংস্কার শুধু আমাদের করলে হবে না। শুধু আমাদের ওপর ছেড়ে দিয়েন না। সবাই মিলে সংস্কার করি, যেটা যেখানে দেখেন। এটা আত্মজিজ্ঞাসা আর কিছুই না। আত্মজিজ্ঞাসা যে এটা না করলেই মনে হয় ভালো হয়। সেটা থেকে মুক্তি পাওয়া। বেড়িয়ে আসা। যে এখন থেকে আমি করব না। এই ছেলেগুলোর দিকে তাকিয়ে আমি এটা পরিত্যাগ করলাম। ড. ইউনূস বলেন, ‘এখন অভিযোগ-পাল্টা অভিযোগের সময় নয়, দেশ গঠনের এমন সুযোগ সবসময় আসে না। শিল্পাঞ্চলগুলোতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে মন্তব্য করে তিনি আশা করেন, দ্রুত এ সংকট কাটবে। বিশ্ব বাণিজ্যে টিকে থাকতে শ্রমিক দক্ষতা, উৎপাদন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দেন ড. ইউনূস। তিনি বলেন, ‘শুধু শুল্ক সুবিধা বা রেমিট্যান্সের ওপর নির্ভর করলে এগোনো যাবে না।’

শ্রমিক-মালিক সম্পর্ক ভালো করার চেষ্টার কথাও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের এই সময়কালে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজের আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।