রাজশাহীর গোদাগাড়ীতে ২ কেজি হেরোইন উদ্ধার, আটক-১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ী দুই কেজি হেরোইন সহ সাইফুল ইসলাম (৪২) নামের চিহ্নিত মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব-৫।
গতকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে রাজশাহীর গোদাগাড়ীর সিএবি মোড় এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি নাটোর জেলার সিংড়া উপজেলার চকগোপাল এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীতে দিকে মাদক সরবরাহ করা হবে। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ীর সিএনবি মোড় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহীগামী মহাসড়কে চেক পোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী করা হয়। এ সময় একটি অটোতে থাকা ১ জন যাত্রীর কাছ থেকে ২ কেজি হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। তার বাড়ী নাটোর জেলায় হলেও প্রায়ই সে গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আসছিলো।
এ ব্যাপারে রাজশাহীর গোদাগাড়ী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে ।