গোমস্তাপুরে মহানন্দা নদীতে ডুবে শিশুর মৃত্যু

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে বাইজিদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার দুপুরে গোমস্তার উপজেলার চৌডালা ইউনিয়নের দিয়ারাপাড়া মহানন্দা নদীর সলুভাবনা ঘাটে এই ঘটনা ঘটে। মারা যাওয়া বাইজিদ ওই গ্রামের আমিনুলের ছেলে।

চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মু. গোলাম কিবরিয়া হাবিব ও গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, দুপুরে বোনের সাথে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় বাইজিদ। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুুঁজি শুরু করেন। এক পর্যায়ে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় ঐ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।