চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গুম, হত্যা, চাঁদাবাজি-দখলবাজি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও মাদক প্রতিরোধে মতিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপি আয়োজিত লাভাঙ্গা সুন্দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা হয়।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফুল হক মতবিনিময় সভায় বলেছেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১২ বছরে বিভিন্ন দল ও গোষ্ঠীর ১৯ ব্যক্তিকে হত্যাকান্ডের শিকার হতে হয়েছে। এসব হত্যাকান্ডের জন্য তিনি ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম এবং সদর-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে দায়ী করে তাদের বিচারের দাবি করেন তিনি।
এ সময় বিএনপি নেতা আশরাফুল হক বলেন, সৈয়দ নুরুল ইসলাম ও আব্দুল ওদুদ বিশ্বাসের পরিকল্পনায় এলাকার ১৯ জন মানুষ হত্যা হয়েছে। দ্রুত তাদের বিচারের মুখোমুখী করতে হবে।
পাশাপাশি দলমত নির্বিশেষে এলাকায় সন্ত্রাস, হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মাদক, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বলেন এলাকায় কেউ যদি বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করে তাদেরকে ধরিয়ে দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন।
মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম তারিফ মাস্টার, নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবীসহ স্থানীয় বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।