চাঁপাইনবাবগঞ্জ জেলায় স্কাউটসের ৯ম এৈ- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে স্কাউটসের ৯ম এৈ- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রোভারিং" এই শ্লোগানকে সামনে নিয়ে আহমেদ মাহবুব- উল-ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস্ক চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সভাপতিত্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

জেলার স্কাউটিং কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সম্পাদক সাইফুল ইসলাম। পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মাওলানা এন্তাজুল হক,পবিত্র গীতা পাঠ করেন সোনিয়া সিং সিনিয়র রোভার মেট প্রতিনিধি, কমিশনারের বক্তব্য রাখেন আতাউর রহমান (অবসর প্রাপ্ত) বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার কমিশনার। অধ্যক্ষবৃন্দের বক্তব্য রাখেন সম্মানিত অতিথি ওবাইদুর রহমান অধ্যক্ষ নাচোল মহিলা কলেজ ও সহ সভাপতি জেলা রোভার।

প্রধান অতিথি আব্দুস সামাদ জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ ও সভাপতি  বাংলাদেশ স্কাউটস্ক চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার।তিনি আগামীতে চাঁপাইনবাবগঞ্জ স্কাউটসের সফলতার ধারা অব্যহত রাখার উপর গুরুত্ব আরোপ করে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এবং নতুন কমিটি ঘোষণা করেন 

সভাপতি আব্দুস সামাদ জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ ও সভাপতি  বাংলাদেশ স্কাউটস্ক চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার, সহ- সভাপতি আহমেদ মাহবুব- উল-ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও বাংলাদেশ স্কাউটস্ক চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার,ওবাইদুর রহমান অধ্যক্ষ নাচোল মহিলা কলেজ,মোহা: মনিরুল ইসলাম অধ্যক্ষ রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ,ড ইমরান হোসেন অধ্যক্ষ চাঁপাই নবাবগঞ্জ কামিল মাদ্রাসা,আবু সালেহ মোহা: মূসা অধ্যক্ষ আদিনা ফজলুল হক সরকারি কলেজ,সম্পাদক  জাহাঙ্গীর আলম আর এস এল চৌডালা জহুর আহমেদ মিঞা কলেজ। যুগ্ম সম্পাদক আবুল বাসার আর এস এল কানসাট সোলেমান মিঞা ডিগ্রি কলেজ। কোষাধ্যক্ষ রায়হান আলী রানীহাটি কলেজ।

জেলা স্কাউটসের সভাপতি আব্দুস সামাদ জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলার স্কাউট কার্যক্রম গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন। সেই সাথে সারা বাংলাদেশের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলার স্কাউটস কার্যক্রম যেন প্রথম সারিতে থাকে সে প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে সভার কার্য শেষ করেন।এসময় উপস্থিত ছিলেন স্কাউট ব্যাক্তিত্ব প্রফেসর ড আব্দুল মজিদ এলটি বাংলাদেশ স্কাউটস্ক রোভার অঞ্চলসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার স্কাউটের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।<

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।