চাঁপাইনবাবগঞ্জের পিটিআই মোড়ে দুগ্রুপের সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে খেলাধুলাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। গতকাল (২০ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের পিটিআই মোড়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে এ ককটেল বিস্ফোরণ ঘটে।

এ সময় একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও ডিবি সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সংঘর্ষে আহত হয়েছেন পিটিআই বস্তি এলাকার ফারুক আলীর ছেলে রাজ হাসান ও চাঁদলাই এলাকার রফিক আলীর ছেলে জলিল।

স্থানীয় ও আহতের পরিবার সূত্রে গেছে, গতকাল শুক্রবার বিকেলে আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু হক (নতুন) স্টেডিয়ামে খেলাধুলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে ৮ টার দিকে পিটিআই মোড়ে একটি পক্ষ ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় দুইজ আহত হয়। পরে তাদেরকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া জানান, রাতে জেলা শহরের পিটিআই এলাকায় সংঘর্ষ খবর পেয়ে ঘটনাস্থলে সদর থানা পুলিশ, সেনাবাহিনী ও ডিবি যৌথ অভিযান পরিচালনা করে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটক করতে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।