হবিগঞ্জের মাধবপুরে সীমান্ত চাঁপাইনবাবগঞ্জের ৬ জন গ্রেফতার

নিউজ ডেস্ক

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার সময় ৬জন’কে আটক করেছে বিজিবি। আজ রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ধর্মঘর বিওপির একটি টহলদল বাংলাদেশের ভেতরে সন্তোষপুর থেকে তাঁদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদরের কালীনগর গ্রামের মরাপাগলা গ্রামের দুলাল মিয়া (৩০), একই এলাকার চাকপাড়া গ্রামের রাসেল (১৬), শাহাদত হোসেন (১৯), চুনাপুটি গ্রামের আব্দুল বারী (৩০), আব্দুল আলীম (১৯), শিবগঞ্জ উপজেলার গুণটুলা গ্রামের তোষার আলী (১৭)। তারা অবৈধভাবে ভারতে গিয়ে ছিলেন।

বিজিবি’র জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, দালালের সহায়তায় দুই-তিন মাস আগে মাধবপুর সীমান্ত দিয়ে রাজমিস্ত্রির কাজ করার জন্য অবৈধভাবে তাঁরা ভারতে গিয়েছিলেন। ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার সময় তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৩ হাজার ২০০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিজিবি তাঁদের আটক করে থানায় সোপর্দ করেছে। তারা সবাই অনুপ্রবেশকারী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।