চাঁপাইনবাবগঞ্জে গুমের শিকার ব্যক্তির সন্ধানে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে রাজনৈতিক কারনে গুমের শিকার আরিফুল ইসলাম কে জীবিত অবস্থায় ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি লিপি প্রদান করা হয়েছে। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গুমের শিকার স্বামী কে জীবিত অবস্থায় ফেরত পেতে পরিবার পক্ষ থেকে এ স্মারকলিপি প্রদান করা হয়।

গুমের শিকার আরিফুলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা দেবীনগর ইউনিয়নের বাসেদ মন্ডলের টোলা গ্রামের মৃত বানী ইসরাইলের ছেলে। 

স্ত্রীর কাজেরা বেগম আবেদনে বলেন, গুমের শিকার আরিফুল ইসলাম তার স্বামী। তার একটি ছেলে একটি মেয়ে সন্তান সহ অসহায় অবস্থায় রয়েছেন। তার স্বামী আরিফুল ইসলাম একটি কোচিং সেন্টার ও প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক ছিলেন। গত ২০১৭ সালের ১ জুলাই দুপুর ৩ টার সয়ম তার স্বামী আরিফুলকে সাদা পোশাকধারী ডি.বি পুলিশ পরিচয় দিয়ে কোচিং চলাকালীন সময়ে কোচিং সেন্টার থেকে উঠিয়ে নিয়ে যায়। পরবর্তীতে তার পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের সাথে তার স্বামীর ব্যাপারে সন্ধান চাইলে তারা থানায় যোগাযোগ করতে বলেন। স্ত্রীসহ পরিবারের লোকজন থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ কোন অভিযোগ গ্রহন করেনি। তৎকালীন এস.পি'র নিকট তার স্ত্রী গুম স্বামী আরিফুলের সন্ধানের ব্যাপারে গেলে এস.পি কোন সহযোগিতা করেনি। বরং বিভিন্ন মোবাইল থেকে পরিবারের লোকজনকে হুমকি প্রদান করে। বলেন বেশি বাড়াবাড়ি করলে তোদেরকেও গুম করা হবে। এমতাস্থায় স্বামীকে জীবিত অবস্থায় পেতে দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন পরিবারটি। 

প্রসঙ্গগত উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন করা হয়  ঘন্টা ব্যাপী চলা মানববন্ধনে এ দাবি জানান।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।