চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রধান শিক্ষক পাখির পদত্যাগের দাবিতে মানববন্ধন

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং জেলা পরিষদ সদস্য হোসনে আরা পাখির বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অত্র প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

গতকাল রবিবার সকাল ৯টার সময় শুরু করে দুপুর ১টা পর্যন্ত ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে সকল ছাত্রীরা। মানববন্ধন সোমবার সকালেও শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক করতে নানান কৌশল অবলম্বন করতে দেখা গেছে প্রতিষ্ঠান প্রধান হোসনে আরা পাখিকে। সকল কৌশল ব্যর্থ হলে প্রতিষ্ঠান প্রধান হোসনে আরা পাখি পুরোপুরি আত্মসমর্পণ করেন এবং পরবর্তী তিনদিনের মধ্যে সকল দাবি পূরণ করার জন্য লিখিত স্টেটমেন্ট দেওয়া হয়েছে। 

দুইদিন চলমান মানববন্ধনে প্রধান শিক্ষক মোসাঃ হোসনে আরা পাখির বিরুদ্ধে বিগত কয়েকবছরের অনিয়ম-দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, প্রতিষ্ঠানের ভিতরে রাজনৈতিক কালচার তৈরি, স্বৈরাচারী মনোভাব নিয়ে স্কুল পরিচালনা সহ নানা অভিযোগ তুলে ধরেন ছাত্রীরা। বিগত কয়েকবছর থেকে এপর্যন্ত যতগুলো উন্নয়ন প্রকল্প স্কুলে এসেছে তার সবগুলোই কাজ না করে আত্মসাৎ করেছে বলে অভিযোগ করেন ছাত্রীরা। এসময় ছাত্রীরা জানান যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমাদের আনদোলন চলবে।

এবিষয়ে অভিযুক্ত প্রতিষ্ঠান প্রধান হোসনে আরা পাখির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আজ স্কুলে এসে সকল ছাত্রীদের সাথে কথা বলে পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। তার কাছে আরও কিছু বিষয়ে কথা বলার চেষ্টা করলে পরে কথা বলছি বলে ফোন কেটে দেন।

এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) আব্দুর রশিদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও ফোন রিসিভ করেননি। ফলে বক্তব্য পাওয়া যায়নি।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।