মান্দায় সেই আলোচিত চাঁদাবাজ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় চাঁদাবাজ বিভিন্ন এলাকায় মারপিটে নেতৃত্ব প্রদানকারী সেই আলোচিত ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন মিষ্টার (৩২) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ছাত্রলীগ নেতা মেহরাব হোসেন মিষ্টার উপজেলার পরানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও পরানপুর গ্রামের মৃত আব্দুল মান্নান ওরফে আবুলের ছেলে।

মামলা সুত্রে জানাগেছে, গত ১৬ সেপ্টেম্বর বিকালে ছোট বাচ্চাদের খেলাধুলাকে কেন্দ্র করে উভয় পরিবারের মধ্য বাগবিতণ্ডা ঘটে।এক পার্যায়ে অভিযুক্ত মিষ্টার গংদের মারপিটে ৮ জন গুরুতর আহত হন। এঘনায় আহতদের পরিবারের কর্তা রিয়াজ উদ্দিন শাহ থানায় বাদী ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।যাহার মামলা নাম্বার জিআর ২৯/২০২৪।

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান,মামলার দায়েরের পর মামলার ১নং চাঁদাবাজ সন্ত্রাসী আসামী মেহরাব হোসেন মিষ্টারকে আটক করা হয়। আটকের পর তাকে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।