চাঁপাইনবাবগঞ্জে নবনিযুক্ত দুই বিচারককে আইনজীবী সমিতির সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সদ্য যোগদানকারী সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. হায়দার আলী খোন্দকার-কে ফুল দিয়ে বরণ করে নিলেন আইনজীবী সমিতির সদস্যরা। 

মঙ্গলবার  বিকেলে জেলা আইনজীবী সমিতির সভাকক্ষে নবনিযুক্ত বিজ্ঞ দুই বিচারককে সংবর্ধিত করার মধ্য দিয়ে তাঁদের বরণ করে নেন জেলার আইনজীবীরা। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সোলায়মান বিশু -এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. একরামুল হক পিন্টু -এর সঞ্চালনায় অভ্যর্থনা অনুষ্ঠানে বক্তব্য দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ রবিউল ইসলাম ও আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।

নবনিযুক্ত সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মিজানুর রহমান আইনজীবী ও সুধীজনদের উদ্দেশ্যে বলেন, একটি জেলার আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় বার ও বেঞ্চের মধ্যে সৌহাদ্যপূর্ণ সুসম্পর্ক থাকা প্রয়োজন। এর ব্যতিক্রম হলে বিচার কাজ সুষ্ঠভাবে দায়িত্ব পালন করতে পারে না। তাই তিনি বিচার কাজে আইনজীবীদের সার্বিক সহায়তা কামনা করেন।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।