চাঁপাইনবাবগঞ্জে বন্যায় পানিবন্দ চরাঞ্চলের ৯ হাজার মানুষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ও আলাতুলী ইউনিয়নে দেখা দিয়েছে বন্যা। পানি বন্দি হয়ে পড়েছে প্রায় ৯ হাজার মানুষ। গবাদি পশু নিয়ে বিপাকে বন্যাকবলিত মানুষ। বর্তমান পরিস্থিতিতে বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার সংকট দেখা দিয়েছে।

এদিকে, বন্যার পানিতে তলিয়ে গেছে দেড় হাজার একর কালাইয়ের ক্ষেতসহ শত শত একর সবজি ক্ষেত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় পদ্মা তীরবর্তী চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের প্রায় ৯ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও নিম্নাঞ্চল হওয়ায় ডুবে রয়েছে। এলাকার শত শত বাড়ি-ঘর। মানুষ বাড়ি ছেড়ে উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। কেউ বাড়িঘর ভেঙে সরিয়ে নিয়েছেন নিরাপদ জায়গায়।

স্থানীয়রা জানান, সপ্তাহ ধরে পানিবন্দি অবস্থায় রয়েছেন তারা। গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। বন্যায় বিপুল পরিমাণ ফসলি জমি, আম বাগান ও বাড়িঘর পানির নিচে তুলিয়ে রয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।