চাঁপাইনবাবগঞ্জে গ্রাহকের নামে মামলা: ১৫ কোটি টাকা আত্মসাত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থা নামের ভুয়া এনজিও খুলে ১৭০০ গ্রাহকের ১৫ কোটি টাকা আত্মসাত। গ্রাহকদের নামে মিথ্যা-বানোয়াট চেকের মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা গ্রাহকেরা।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে চাঁপাই নবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই মানববন্ধন করেন ভুক্তভোগী গ্রাহক ও কর্মকর্তা-কর্মচারীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, সমাজসেবার নিবন্ধন নিয়ে ভুয়া এনজিও খুলে উন্মুক্ত আদর্শ সমাজ উন্নয়ন সংস্থার পরিচালক শহিদুল ইসলাম প্রায় ১৭০০ গ্রাহকের কাছ থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে আত্মসাত করেছেন। বর্তমানে আত্মগোপনে থাকলেও গ্রাহকের টাকায় সম্পদ গড়ে তুলেছেন শহিদুল ইসলাম। এ নিয়ে দফায় দফায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের নিকট বললেও কোনো সমাধান পাওয়া যায়নি।

ভুক্তভোগী গ্রাহকরা বলেন, জনগণের টাকা নিয়ে পালিয়ে গেলেও ঋণ ও চাকরি দেয়ার সময় নেয়া ফাঁকা স্ট্যাম্প ও চেক থাকায় এসব দিয়ে ভুয়া এনজিওর পরিচালক শহিদুল ইসলাম তার স্বজনদের মাধ্যমে উল্টো গ্রাহক ও কর্মচারীদের নামে এখন পর্যন্ত ২২টি মিথ্যা মামলা দিয়েছেন। শিবগঞ্জ উপজেলার বিনোদপুর, সাহবাজপুর, কানসাট, দুর্লভপুর, দাইপুকুরিয়া ইউনিয়নে ১০টি শাখা খুলে এসব টাকা হাতিয়ে নেয়া হয়।

এনজিওটির কর্মকর্তা-কর্মচারীরা বলেন, নিয়ম অনুযায়ী গ্রাহকের কাছ থেকে টাকা তুলে এনে অফিসে জমা দিয়েছি আমরা। সেই টাকা আত্মসাত করে পালিয়েছে এনজিওর মালিক শহিদুল ইসলাম। এসব টাকা দিয়ে শহিদুল ও তার পরিবারের লোকজন চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে জমি, ১২টি পুকুর, ভবন নির্মাণ করেছে। অন্যদিকে, গ্রাহকেরা পথে বসেছে। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।