মারুফ হোসেন
চাঁপাইনবাবগঞ্জ জেলার স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিটের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,স্বেচ্ছাসেবী সংগঠন ও রক্তদানকারীদের নিয়ে মিলন মেলার আয়োজন করা হয়।
শুক্রবার সকালে আলাউদ্দিন হোটেল এন্ড রেস্টুরেন্টে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা হয়। তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিটের সভাপতি ইসরাফিল খান পান্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এমবিবিএস (আরএমসি) এম সি পি এস (প্যাথলজি) এফটিপিএস (হেমাটোলজি) ডা. মোর্শেদ জামান মিয়া বিশেষ অতিথি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এস এম শহিদুল ইসলাম,কামাল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স ও কামাল মটরস স্বত্বাধিকার মোঃ ইকবাল আহমেদ, মোল্লা ট্রেডার্স স্বত্বাধিকারী মোঃ তরিকুল আলম মোল্লা, ডা. এ টি এম মমিন, মাওলানা আল আমিন হোসাইন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিটের প্রতিষ্ঠাতা মোঃ শাকির হোসেন। "যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা" স্লোগানকে সামনে নিয়ে সংগঠনের কাজ করে যাওয়ার কথা উল্লেখ করেন প্রতিষ্ঠাতা।
সভাপতি মোঃ ইসরাফিল খান পান্না। তিনি বলেন তারুন্যের ভালোবাসা ব্লাড ইউনিট সর্বদা অসহায় গরিব দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে। আমরা এই বর্ষপূর্তি অনুষ্ঠান থেকে এই শিক্ষা নিতে পারি যে তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিট গত এক বছরে প্রায় ৮৫০ ব্যাগ রক্ত মুমূর্ষ রোগীকে দান করতে সক্ষম হয়েছে তাই আমরা সবাই এমন মহৎ কাজে সর্বদা তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিট এর পাসে থাকবো এই প্রতিজ্ঞাবদ্ধ করছি ।আমরা মানবতার কাজ করি, আমরা নিজের স্বার্থে কোন কাজ করি না আমরা স্বেচ্ছাসেবী।
বক্তারা জানান যে দেশে হাফ লিটার পানি টাকা দিয়ে কিনতে হয় সে দেশে রক্ত বিনামূল্যে পাওয়া যায়। যা সত্যি মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত রাখছে তারুণ্যের ভালোবাসা ব্লাড ইউনিট। বক্তারা আরো বলেন পৃথিবীতে ৪ সেকেন্ড পর পর একজন ব্যক্তির রক্তের প্রয়োজন হয় সে রক্তের চাহিদা গুলো পূরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ৫০% রক্তের চাহিদা পূরণ করে আসছে।