মুনিরুল ইসলাম মুনির
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ও সর্বপ্রকার সহিংসতা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিক প্লাটফর্মের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০.৩০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সামনে ডেমোক্রেসি ওয়াচের, আস্থা প্রকল্পের সহযোগিতায় জেলা নাগরিক প্লাটফর্মের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যপি চলা মানববন্ধনে বক্তব্য রাখেন অস্থা নাগরিক প্লাটফর্মের জেলা সভাপতি অবসরপ্রাপ্ত প্রফেসর মোঃ শাহ আলম, নাগরিক প্লাটফর্মের সদস্য ও সিনিয়র সাংবাদিক মোঃ জোনাব আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সফিকুল ইসলাস, অস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ রেজাউল করিম, চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, অস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার, মোসাঃ আরিফা খাতুন, বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী ছাত্র মোঃ শিহাব হোসেন, চাঁপাইনবাবগঞ্জ ডিপিওডির সদস্য সোহেল রানা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।