চাঁপাইনবাবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে ৫৯ বিজিবি'র মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন রহনপুর ব্যাটালিয়ন ৫৯বিজির অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্তের বালিয়াদিঘী দূর্গা মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী হরেন সাহা।  


এসময় বিজিবি অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, দূর্গাপূজাকে কেন্দ্র করে সীমান্ত পেরিয়ে মাদক চোরাচালান না আসে এজন্য রহনপুর অধীনস্থ বিজিবি'র সকলকে সজাগ থাকার কথা বলেন। পাশাপাশি সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকতে বলেন জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষসহ এলাকার স্থানীয় গণ ব্যক্তিবর্গ। 

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।