ভোলাহাটে বিনামূল্যে প্রণোদনা বিতরণ

বি এম রুবেল আহমেদ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা কৃষি দপ্তরের উদ্দ্যোগে ও উপজেলা প্রশাসনের ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার কৃষকদের মাঝে জোকযস বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার।

মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ৪৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে এ উপকরণসমূহ বিতরণ করা হয়। 

এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলীর স্বাগত বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশীষ কুমার দেবনাথ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রতন কুমার নায়েক, মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম,ে আরডিও সবুজ আলী, সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, সাব-রেজিস্টার বিদ্যুৎ কুমার মন্ডল।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুল ইসলামের সঞ্চালনায় উপসহকারী কর্মকর্তাগণ, বিভিন্ন শ্রেণী পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। 

উপজেলা কৃষি কর্মকর্তা সুলতান আলী বলেন, ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য উপজেলার ৪৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে জনপ্রতি পেঁয়াজের বীজ ১ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি সার ১০ কেজি, বালাইনাশক ১ প্যাকেট ও পলিনেট ১টি করে কৃষকের মাঝে প্রদান করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।