শিবগঞ্জে বিনামূল্যে পিপিআর রোগের ভ্যাকসিন এর শুভ উদ্বোধন।

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার সকাল ৭ টার সময় "পিপিআর রোগ নির্মূল ও খুঁরা রোগ নিয়ন্ত্রণ" প্রকল্পের আওতায় সারা দেশের ন্যায় পিপিআর রোগের দ্বিতীয় ডোজ শিবগঞ্জ পৌরসভায় শুভ উদ্বোধন হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহাদৎ হোসেন ও ভেটেনারি সার্জন ডাঃ আবু ফেরদৌস। এবারে ইউনিয়ন ভিত্তিক নিয়োগকৃত ভলেন্টিয়ার ভ্যাকসিনেটর এর মাধ্যমে শিবগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সকল ছাগল ও ভেড়াকে মোট দুই লক্ষ ১২ হাজার ভ্যাকসিন প্রয়োগ করা হবে।

উল্লেখ্য যে সারাদেশের ন্যায় শিবগঞ্জ উপজেলায় একযোগে পিপিআর রোগের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৪ । সর্বসত্ব সংরক্ষিত।