শিবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যানগাড়ির যাত্রী নিহত

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ট্রলির ধাক্কায় খাইরুল ইসলাম (৩২) নামে ভ্যানগাড়ির এক যাত্রী নিহত হয়েছে।নিহত যাত্রী উপজেলার পারএখলাসপুর এলাকার আবদুল খালেকের ছেলে।

বুধবার সকালে উপজেলার পুসকুনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সকালে খাইরুল চার্জার ভ্যানযোগে কানসাট যাবার পথে পুসকুনী এলাকায় গাড়িটির চাকা ভেঙে যায়। এ সময় পেছন থেকে একটি ট্রলি ভ্যান গাড়িকে ধাক্কা দিলে গাড়িতে থাকা খাইরুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে খাইরুলের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কপিরাইট © বিডি নিউজ লাইভ ৯৯ ডট কম ২০২৫ । সর্বসত্ব সংরক্ষিত।